‘বাবা উঠো, আমারে মজা আইন্না দাও’- কবরের পাশে ছোট্ট সাজিদুলের আকুতি | MUV Bangla News
হৃদয়বিদারক এক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় কবরস্থানে। মাত্র কয়েকদিন আগে বাবাকে হারিয়েছে ছোট্ট সাজিদুল। বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে সে। বারবার আকুতি করছে— “বাবা উঠো, আমারে মজা আইন্না দাও।” এই মর্মস্পর্শী ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই অশ্রুসজল হয়েছেন। বিস্তারিত জানুন আমাদের এই প্রতিবেদনে।
English (20%)
A heartbreaking scene from a local graveyard— little Sajidul, who recently lost his father, was seen crying beside the grave, repeatedly pleading, “Baba, please wake up and bring me toys.” The emotional moment has touched everyone. Watch full details in this report.